ঘাতকব্যধি করোনার প্রভাবে রংপুরে দিশেহারা হয়ে পড়েছে কর্মহীন অসহায় দিনমজুর পরিবারগুলো। দুই বেলা দুই মুঠো খাবারের নিশ্চয়তার অভাবে তাদের কেউই ঘরে থাকছে না। জীবনের ঝুঁকি নিয়ে বের হচ্ছে ঘরের বাহিরে। এমন দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে নগরীর মুসলিমপাড়া এলাকার তরুণরা।
এই দুর্দিনে নিদারুণ কষ্টে থাকা নিম্মআয়ের পরিবারসহ ৪০০দরিদ্র, দিনমজুর ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন তারা। নিজেদের ব্যক্তিগত অর্থায়নে এলাকার ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচী হাতে নিয়েছে।
রোববার (১২ এপ্রিল) কর্মসূচীর প্রথম ধাপে ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এর আগে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে সহায়তা গ্রহণকারীদের হ্যান্ড স্যানিটাইজিং করা হয়। পরে কোন রকম ফটো সেশন ছাড়া খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে হাতে তুলে দেয়া হয়।
সেবামূলক এই কর্মসূচীর উদ্যোক্তা জাহাঙ্গীর আলম ও গোলাম মোস্তফা হিরা জানান, তাদের এলাকাতে দিনমজুর, শ্রমিক, অসহায় ও নিন্মআয়ের কর্মহীন ৭০ ভাগ মানুষের হাতে সরকার বা সিটি করপোরেশনের দেয়া সহায়তা পৌঁছেনি। এ পরিস্থিতিতে মানবিক বিবেচনা থেকে স্থানীয় ও আশপাশের এলাকার কিছু তরুণ মিলে সবার ব্যক্তিগত অর্থায়নে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছেন। রোববার দুপুরে বিতরণ কর্মসূচীর প্রথম ধাপে চারশ’ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়।
সহায়তামূলক এই উদ্যোগ অব্যহত রাখার কথা জানান তরুণদের সমন্বয়ককারী সফুরা ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক, , আফসার হোসেন আতিক। এ সময় সমাজের বৃত্তবানদের করোনাক্রান্তিতে হতদরিদ্র কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।