কুড়িগ্রামের চর রাজিবপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর ৩ সদস্য অনুপ্রবেশ করে কৃষকদের বকাঝকা করেছে। রোববার বেলা পনে ২ টার দিকে উক্ত অনু প্রবেশের ঘটনা ঘটে। কৃষক লৎফর রহমান জানান, আর্ন্তজাতিক মেইন পিলার ১০৭১ এর পশ্চিমে বাংলাদেশ সীমান্তে তার বোরো/ইরির ক্ষেত। সেখানে তিনি শ্যালো মেশিন দিয়ে ক্ষেতে পানি দিচ্ছিলেন। হঠাৎ ৩ বিএসএফ সদস্য তার দিকে অস্ত্র উচিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে থাকে এবং গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তিনি পিছু পা হতে থাকেন। তাকে ধরার জন্য প্রায় ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। তার এ অবস্থা দেখে আশে পাশের ৬/৭ জন কৃষক ঐক্য হলে বিএসএফ থমকে দাড়ায়। বকাঝকা করে এবং তার মেশিনের তেলের লাইন টেনে ছিড়ে চলে যায়। পরে মোবাইল ফোনে কৃষক লুৎফর বালিয়ামারী বিওপি ক্যাম্পে খবর দেয়। বিজিবি ক্যাম্প থেকে যোয়ানরা গিয়ে বিএসএফের নিকট জানতে চাইলে অনুপ্রবেশের কথা অস্বীকার করেন বলে বালিয়ামারী বিওপির এক কর্মকর্তা জানান । উল্লেখ্য গত বছরও উক্ত সীমান্তে একজন কৃষকের সাথে বিএসএফের ধস্তাধস্তি হলে, সাহসী কৃষক বিএসএফের ইউনিফোর্ম খুলে নিয়ে আসে। পরে পতাকা বৈঠকে তা ফেরত দেওয়া হয়।