করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এ অংশ নিয়ে শ্রমজীবি মানুষ যখন ঘরবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে ঠিক তখনই কর্মহীন শ্রমজীবি অসহায় মানুষের পাশে দাঁড়ালেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ, দেশ বরেন্য চিকিৎসক ডাঃ মোস্তানজিদ লোটাস। মানবিক সহযোগিতা হিসেবে চাউল, ডাউল, আলু, সাবান ও ওষুধ তুলে দেন কর্মহীন মানুষের হাতে। রোববার সকালে গোলাপনগরস্থ নিজ বাসভবনে মোকারিমপুর ও বাহাদুরপুর ইউনিয়নের তালিকাভুক্ত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষুধ তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ ও অধ্যাপক ডাঃ এসএম মোস্তানজিদ লোটাস। এ সময় উপস্থিত ছিলেন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান।
এ সময় প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পরে জগশ্বর জেএম মাধ্যমিক বিদ্যালয়, ধরমপুর ইউনিয়ন পরিষদ, বাহিরচর ইউনিয়ন পরিষদ এলাকার ৪০০ কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য বিতরন করা হয়। এ সময় ডাঃ মোস্তানজিদ লোটাস বলেন, দেশে এখন চরম ক্রান্তিকাল চলছে। শ্রমজীবি মানুষ এখন ঘরবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের জন্য কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই খাদ্য সামগ্রী বিতরন কাজ আজ থেকে শুরু হলো। এ ছাড়া উপজেলা প্রশাসনের মূল্যছাড়ের ভ্রাম্যমান দোকান বসানো, মেডিক্যাল টিম করে জনগনের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং হতদরিদ্রদের মাঝে খাওয়ার বিতরন কার্যক্রম হাতে নিয়েছি।