ব্যাতিক্রম নানা আয়োজন আর উদ্যোগ নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রা শুরু করেছে আমার আঙ্গীনায় গামা’র ক্লিনিক। আজ সকাল ৯টায় ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকায় এ কার্যকম শুরু হয়। প্রথম দিনেই প্রায় ২ শতাধিক মানুষের চিকিৎসা সেবা দিতে সক্ষম হন ফ্রি ভ্রাম্যমান ক্লিনিক। এ সময় রুগীদের ব্যবস্থাপত্র’র পাশাপাশি প্রয়োজনীয় ঔষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। চিকিৎসা সেবায় নব দিগন্তের সৃষ্টিকারী মহতি এ কার্যক্রম ভেড়ামারা উপজেলায় এটিই প্রথম।
সকাল ৯টায় চিকিৎসা সেবার ব্যানার সংবলিত একটি মাইক্রো গাড়ি এসে থামেন গোলাপনগর বাঙ্গালপাড়ায়। দৃষ্টি নন্দন পোশাকে আবৃত্ত একদল চিকিৎসক নেমে আসেন গাড়ি থেকে। শুরু করেন ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার কাজ। মুহুর্তেই ছড়িয়ে পড়ে এ সংবাদ। এরপর বেরিয়ে আসতে শুরু করে করোনা ভাইরাসের কারণে ঘরে বন্দী জীবন যাপন করা অসহায় অসুস্থ মানুষ গুলো। ভেড়ামারার মাহমুদা ক্লিনিকের ব্যাতিক্রমী এ আয়োজন জন সাধারনের মাঝে প্রান ফিরিয়ে আনে। ক্লিনিকের স্বত্তাধিকারী শাহেদ আহমেদ গামা’র সার্বিক তত্বাবধায়নে ভ্রাম্যমান ক্লিনিকে নাক, কান, গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নূর ইসলাম, সহকারী মেডিক্যাল কর্মকর্তা ফারজানা খাতুন, ডিপ্লোমা নার্স পারুলা খাতুন এই মেডিক্যাল টিম পরিচালনা করছেন।
শাহেদ আহমেদ গামা জানিয়েছেন, ঘরবন্দী মানুষর দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতেই মাহমুদা ক্লিনিক এ কার্যক্রম হাতে নিয়েছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক, সহকারী চিকিৎসক, নার্স এবং সহযোগীদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন এবং পৌরসভার মানুষরা বিনামূল্যে এ চিকিৎসা সেবা পাবে বলে তিনি জানান।