করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে দাকোপে সকল দাপ্তরিক কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদেরসহ সকল দাপ্তরিক প্রধানগন। সভায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা উপস্থাপন করে সেটি বাস্তবায়নে সকলের সম্মিলিত দায়িত্ব পালনের আহবান জানানো হয়। বিশেষ করে সরকারের ত্রান সহায়তা বিতরনের সময় প্রতিটি ওয়ার্ডে দায়িত্বরত ট্যাগ অফিসারদের সার্বক্ষনিক উপস্থিতি নিশ্চিতসহ ত্রান বিতরনে যাতে কোন অনিয়ম না হয় সেটি দেখভালের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া করোনা বিষয়ক উপজেলা মনিটরিং সেল খুলে সেখানে সার্বক্ষনিক দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে রোববার পর্যন্ত উপজেলায় ১৬৩ জন হোম কোয়ারেন্টাইনে আছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। যার মধ্যে বিদেশ ফেরত ৪ এবং দেশের অভ্যান্তরীন ফেরত ১৫৯ জন। তবে উপকরন সংকটসহ নানা সীমাবদ্ধতায় গত ২ দিনে নতুন করে করোনার কোন নমুনা সংগ্রহ করেনি উপজেলা হাসপাতাল। অর্থাৎ এ সংখ্যা আগে যা ছিল তাই ১৭। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী বলেন, নানা সীমাবদ্ধতা মাথায় রেখে আমরা আপাতাত কেবল সন্দিগ্ধ ব্যক্তির নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।