প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪ দিন পর অবশেষে মারা গেছে দাকোপের আনোয়ার শেখ। রোববার সকালে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ হত্যা মামলার ১ আসামীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
গত ২৯ মার্চ তরমুজ ক্ষেতে গরু যাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাকোপের আনন্দ গ্রামের মৃঃ বসির েেশখের পুত্র আনোয়ার শেখকে প্রতিবেশী বোরহান খানের লোকজন বেপরোয়া মারপিট করে গুরুত্বর আহত করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় হাসপাতালের পরামর্শে তাৎক্ষনিক খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হতে থাকলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গত ১৪ দিন সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষন ও চিকিৎসার সকল চেষ্টা ব্যর্থ করে অবশেষে ১১ এপ্রিল শনিবার বিকাল ৩ টার দিকে আনোয়ারের মৃত্যু হয়। এরপর নিহতের লাশ বাড়ীতে নিয়ে আসলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোববার সকাল ৯ টার দিকে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসীর কাছে অত্যান্ত ভাল ছেলে হিসেবে পরিচিত আনোয়ার বাগেরহাট পিসি কলেজ থেকে মাষ্টার্স শেষ করে সদ্য একটি এনজিওতে যোগদান করে যশোরে কর্মরত ছিল বলে জানা যায়। করোনা পরিস্থিতির কারণে জীবন বাঁচাতে বাড়ীতে এসে নিজের কোন সম্পৃক্ততা ছাড়াই পারিবারিক বিরোধের বলি হল আনোয়ার।
এদিকে এ ঘটনায় আনোয়ারের ভাই মুক্তার শেখ বাদী হয়ে ১৮/২০ জনকে আসামি করে গত পহেলা এপ্রিল দাকোপ থানায় একটি মামলা দায়ের করে। আনোয়ারের মৃত্যুর পর সেটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে। আসামি গ্রেফতার এবং পুলিশী তৎপরতা সম্পর্কে জানতে চাইলে দাকোপ থানার কর্মকর্তা ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার পর পরই আসামিরা আত্মগোপনে চলে গেছে। পুলিশের অভিযান অব্যহত আছে দাবী করে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা জয়ন্ত কুমারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এনামুল মোল্য নামের এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।