জামালপুর সদর উপজেলা যুবলীগের সদস্যের গুদাম থেকে ১০টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচীর ১০হাজার ৪০০কেজি মোট ২১৬বস্তা চাল জব্দ করেছে পুলিশ।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১এপ্রিল শনিবার বিকালে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালান নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে পুলিশ সদর উপজেলা যুবলীগের সদস্য জুয়েল রানা মিয়া ওরফে রানা মিয়া খোকার গুদাম থেকে ১০হাজার ৪ শত কেজি অথাৎ ৫০ কেজি ওজনের ২১৬ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচীর চাল জব্দ করে। জব্দ করা চাল গুলো বর্তমানে নরুন্দি তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। ওই যুবলীগ নেতা পালাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। যুবলীগ নেতা রানা মিয়া খোকা (৪২) সদর উপজেলা যুবলীগের সদস্য। সে নরুন্দি নয়াপাড়া এলাকার আবদুল কাদেরের গুদাম ভাড়া নিয়ে ধান-চালের ব্যবসা করতেন।
নরুন্দি তদন্ত কেন্দ্রের আই.সি মো.সজীব রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা জুয়েল রানা মিয়া খোকার গুদামে অভিযান চালায়। অভিযানে তার গুদাম থেকে সরকারি চাল জব্দ করা হয়। এসব খাদ্যবান্ধব কর্মসূচির চাল গত ৪দিন আগে অবৈধভাবে তিনি কিনে গুদামে রেখেছিলেন। দুপুরে পুলিশফোর্স নিয়ে ওই গুদাম থেকে চাল উদ্ধার করা হয়। এব্যাপরে থানায় মামলা হয়েছে বলে জানান।