শনিবার রাতে শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৌসুমের প্রথম কাল বোশেখী ঝড় বয়ে গেছে।
এ সময় বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম জানান, গতকাল রাত ৯টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ২৮ নটিক্যাল মাইল অর্থাৎ ৫১.৮০ কিলোমিটার বেগে ২৪ মিনিট স্হায়ী কাল বোশেখী ঝড় বয়ে যায়। এটা ছিল শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম কাল বোশেখী ঝড়। এ সময় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে শ্রীমঙ্গল। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া সহকারি মাসুম আরো জানান, ২৪ মিনিট স্হায়ী ঝড়ের সময় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।