কসবায় গত ১ সপ্তাহে ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাস কষ্টে ৪ জন মারা গেলেও স্বাস্থ্য বিভাগ মৃতদের কাছ থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। ইতোমধ্যে যাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন তাদের কারোই করোনা উপসর্গ ছিলো না। আজ দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে বিভিন্ন সমস্যাদি নিয়ে কথা বলেন।
এসময় উপস্থিতিতে সাংবাদিকরা করোনা ভাইরাসের উপসর্গ আছে এমন রোগীর নমুনা সংগ্রহ করেননি জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান বলেন, তার কর্মচারীরা তার কথা শুনেন না। কারণ জানতে চাইলে তিনি রাগত কন্ঠে বলেন, কারণ দর্শানোর নোটিশ দিলে কর্মচারিরা রাজনৈতিক ক্ষমতা দেখান। এ ঘটনায় উপস্থিত চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অসন্তোষ প্রকাশ করেন।