কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বাজিতপুর দিঘীড়পাড় আঞ্চলিক মহাসড়কের পাশে মাছের আড়ৎদাররা আগত খুচরা মাছের ব্যবসায়ীদের গাদাগাদি করে মাছ বিক্রি করে আসছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে একদল তরুন শনিবার সকাল থেকে বাঁশ দিয়ে লক ডাউন সৃষ্টি করেছে। জানা যায়, পাটুলী মাছের আড়ৎে এলাকার মাছের ব্যবসায়ী ও বহিরাগত কুলিয়ারচর, কটিয়াদী, নিকলী, বি-বাড়িয়া থেকে সড়ক ও নদীপথে নৌকা নিয়ে এসে গাদাগাদি করে মাছ কিনে নিয়ে যায়। কিন্তু তাদের মধ্যে করোনারোগের কোন আতঙ্ক নেই বলে এলাকাবাসীর অভিযোগ। গতকাল সকালে পাটুলী ফেরীঘাটের মাছের আড়ৎের সভাপতি অজিত চন্দ্র দাস বলেন, এখন থেকে সরকারি নীতিমালা অনুযায়ী এলাকার প াইকারী ও খুচরা মাছ ব্যবসায়ীদের নিকট তিন ফুট দূরত্ব বজায় রেখে মাছ বেচা-কেনা করবেন। অন্যদিকে ঐ এলাকার সচেতন নাগরিক আল ইসলাম শেখ ইজাজ রহমানসহ কয়েকজন ছাত্রসমাজের সাথে আলাপ করলে তারা বলেন, আমরা আগে এলাকাকে করোনামুক্ত রাখি ও দেশের জনগণকে করোনা সম্পর্কে প্রতিরোগ গড়ার সচেতন করবেন বলে উল্লেখ করেন।