নওগাঁর জেলার মান্দা উপজেলার রাজন্দ্রবটি (ভ্যাবড়া) গ্রামে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করার পর প্রতিপক্ষরা জোর করে বাড়িতে ঢুকে নারীনহ ৫জন সন্ত্রাসী কায়দায় মারপিটের পর জিনিসপত্র ভাংচুর, নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ভোক্তভোগীরা প্রতিপক্ষের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। এ বিষয়ে ভোক্তভোগী নফেল আলী বাদি হয়ে নারী-পুরুষসহ ৮ জনকে আসামি করে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত শনিবার মান্দা উপজেলার রাজন্দ্রবটি (ভ্যাবড়া) গ্রামে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে হুজুর আলীর ছেলে খায়বর আলী ও নফেল আলীর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে প্রতিবেশী গুলজার আলীর সহদোরের সাথে বিরোধ চলে আসছিল। পূর্বে শুক্রতার জের ধরে গত বুধবার (৮এপ্রিল) দুপুর ১২ টার সময় ওই রাস্তা বন্ধ করে প্রতিবেশী মৃত ইসমাইল হোসেনের ছেলে গুলজার আলী, জয়নাল হোসেন, আবদুর মজিদ, মকলেছ আলীসহ ৫/৬ জন ভাড়াটিয়া লোক হাতে ধারা হাঁঁসুয়া, লোহার রড, লাঠিসোঠা নিয়ে খায়বর আলী ও নফেল আলী বাড়িতে প্রবেশ করে তাদের মারপিট করার পর ঘরে প্রায় লক্ষাধিক টাকা জিনিসপত্র ভাংচুর ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় নারীসহ ৫ জনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। ওইদিন রাতে আহত নফেল আলী বাদি হয়ে ৮ জনকে আসামি করে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন। পরদিন বৃহস্পতিবার মান্দা থানার পুলিশ বিষয়টি তদন্ত করেছেন।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের জানান, উভয় পক্ষের অভিযোগের পর পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।