রংপুরের পীরগঞ্জে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ নামের একটি হায় হায় কোম্পানি তাদের নামমাত্র প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনা টানা ৫ বছর ধরে ধামাচাপা পড়ে আছে। ফাউন্ডেশনটির ব্যাপারে যাবতীয় তথ্য অবগত হবার পরেও রহস্যজনক কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনগত কোন পদক্ষেপ নিচ্ছেন না। অভিযোগে জানা গেছে, স্থানীয় একটি চক্র আকর্ষনীয় বেতনের ফাঁদে ফেলে ওই বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, স্বপ্ন ফাউন্ডেশন নামে একটি বেসরকারী সংস্থা প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিক্ষার্থীদেরকে পাঠদানের কথা বলে পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে রাতারাতি ৬৮ টি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলে। এগুলোর বেশিরভাগেরই অস্তিত্ব ছিল না। কোন স্থানে একচালা কোথাও বারান্দা আবার কোনটা একেবারেই অস্তিত্বহীন। চাকুরী প্রত্যাশীদেরকে মোটা অংকের বেতনের ফাঁদে ফেলে শিক্ষক নিয়োগের নামে উৎকোচের টাকা ও কাগজপত্র নেয় ওই চক্রটি। প্রতিটি বিদ্যালয়ে ১ জন প্রধান শিক্ষক, ৪ জন সহকারী শিক্ষক ও ১জন পিয়ন সর্বমোট ৬ জনের কাছ থেকে ৫০ হাজার থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হয়। প্রধান শিক্ষককে ১০ হাজার, সহকারী শিক্ষকদের ৮ হাজার এবং পিয়নকে ৬ হাজার টাকা করে প্রতিমাসে বেতন প্রদানের আশ্বাস দিয়ে ওই টাকা উত্তোলন করা হয়েছে মর্মে বিশ্বস্ত সুত্রগুলো দাবি করেছে। ওইসব প্রক্রিয়া সম্পন্ন করতে পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, পীরগঞ্জ উপজেলা সদরের একটি ছ’মিলের শ্রমিক বর্তমানে কাঠ ব্যবসায়ী ধনশালা গ্রামের ফুল মিয়া, উপজেলা সদরের বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকসহ বেশ কয়েকজনের সমন্বয়ে স্থানীয় একটি চক্র গড়ে তুলে ওই স্কুল প্রতিষ্ঠা এবং টাকা উত্তোলন করা হয়েছে বলে প্রাপ্ত অভিযোগ প্রকাশ। অপরদিকে এক সময়ে উপজেলা জাতীয় পার্টির কর্মী হিসেবে পরিচিত পীরগঞ্জ ইউনিয়নের রামপুরা গ্রামের মনোয়ার হোসেন রংপুর জেলার সমন্বয়কারী হিসেবে পুরো দায়িত্ব পালন করেন। মনোয়ার হোসেন মোবাইল ফোনে জানিয়েছিলেন-স্বপ্ন ফাউন্ডেশনটি নেদারল্যান্ডের ফান্ডে চলবে। ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালকের বাড়ী ঢাকায়, তিনিই বেতন প্রদান করবেন। আমরা ইউএনও-শিক্ষা অফিসারকে কোন কিছুই জানাইনি। তিনি আরও জানান, আমরা রংপুর জেলায় সর্বমোট ১’শ ১১টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে নিয়োগ দিয়েছি। তবে কোন টাকা পয়সা নেয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক চাকরী প্রত্যাশীরা জানায়, লেখাপড়া শিখে চাকরীর আশায় দ্বারে দ্বারে ঘুরছি। তাই আমরা সহায় সম্বল বিক্রি করে স্বপ্ন ফাউন্ডেশনের স্কুলে টাকা দিয়ে নিয়োগ নিয়েছি। আমরা বড় আশায় আছি,যে চাকরীটা হলে পরিবারের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে পারবো। স্বপ্ন ফাউন্ডেশনের ওই চক্রটির সদস্য একজন সহকারী শিক্ষক বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। উপজেলা সদরের বেকারী ব্যবসায়ী মামুন মিয়া বলেন, স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০১৫ সালে একই স্কুল পরিচালনার ব্যয় নির্বাহের জন্য ৩৩ লাখ টাকার দেয়া চেক ব্যাংকে ডিজঅনার হবার কারণে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানি। সেই সময় দায়িত্বরত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারঃ) রেজাউল করিম বলেন, আমার কাছে ওই ধরনের কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে কোন ধরনের নির্দেশনা আসেনি। তদানিন্তন ইউএনও কমল কুমার ঘোষ এর নির্দেশে তদন্ত করে স্বপ্ন ফাউন্ডেশনের নামে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার বিরুদ্ধে সরেজমিন তদন্ত করে রিপোর্ট দিয়েছি। কি কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ধামাচাপা পড়ে আছে ? তা আমি জানি না। উল্লেখ্য,এর আগেও ২০১৫ সালের জুনে পীরগঞ্জে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়া হয়েছিল। ওইসব শিক্ষক-কর্মচারীর বেতন প্রদানের জন্য স্বপ্ন ফাউন্ডেশন কর্তৃক ৩ জনের নামে ৩৩ লাখ টাকার চেক প্রদান করা হলে প্রদানকৃত চেকগুলো ব্যাংক থেকে ডিজঅনার হয়। এজন্য আদালতে ৪ কোটি টাকার মামলাও করা হয়েছে। দীর্ঘদিন ধরে চাকুরী প্রতাশীরা তাদের টাকা ফেরতের জন্য দিনের পর দিন ধর্না দিচ্ছে। অবশ্য ইতোমধ্যে ২/১ জনের টাকা আংশিক ফেরত দেয়া হলেও বিষয়টির এখনও কোন সুরাহা হয়নি, উপরন্ত নতুন করে শিক্ষক নিয়োগের নামে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়ার ঘটনাও রহস্যজনক কারণে ধামাচাপা পড়ে আছে দীর্ঘ ৫ বছর ধরে !