কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা সদর ইউনিয়নের চেয়াম্যান নিজের বেতনের/ ভাতার পুরো টাকা দিয়ে দেন অসহায় গরিব দুঃখি মানুষের মাঝে।
চেয়াম্যান কারার শাহরিয়ার আম্মেদ (তুলিপ) বলেন, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের যেসব মানুষ বের হতে পারছে না, বিত্তবানেরা তাদের পাশে দাঁড়াতে হবে। এ ছাড়া সবার ঘরে খাদ্য পৌঁছানোর জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।
গত বুধবার (৮এপ্রিল) তার ফেসবুক স্ট্যাটাস বলেন, নিকলী সদরের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে জন্য আমার এক বছরের সম্মানী টাকা বরাদ্দে সিদ্ধান্তে উপনীত হয়েছি। আপনারাও স্বস্ব অবস্থান থেকে সাহায্যে এগিয়ে আসুন।
এ নিয়ে গত ১৩ দিনে চেয়ারম্যান "জনাব কারার শাহরিয়ার আহম্মেদ" (তুলিপ) নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং চট্টগ্রামে বসবাসরত নিকলীর বাসিন্দাদের ৬৫০টি পরিবারে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছেন।
তিনি বলেন ব্যক্তিগত উদ্যোগে, এলাকায় আরো ৪০০টি পরিবারে খাদ্য সহায়তা প্রদান করবেন তার প্রস্তুতি ছলছে।
একইসাথে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে তাদের বাড়িতে অবস্থান করতে অনুরোধ করেন।