করোনার মহামারীর আতঙ্ক থাকলেও কুড়িগ্রামের রাজিবপুরে থেমে নেই সংর্ঘষ। গত ৩ দিনে পৃথক ঘটনায় ১৫ জন রক্তাত্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শনিবার সকালে ব্যক্তিগত রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেড় ধরে প্রথমে ২ সন্তানকে রক্তাক্ত করার পর রাজিবপুরের একজন সুনামধন্য ব্যবসায়ীকে দোকান থেকে টেনে হিচড়ে বেদড়ক মারপিট,নগদ অর্থসহ মালামাল ভাংচুর ও ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলী ও তার সন্তান নজরুর ইসলাম বাবু চর রাজিবপুর থানায় ২টি পৃথক অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে,দীর্ঘ দিন থেকে জমাজমি সংক্রান্ত মামলা-হামলার নিস্পত্তি হওয়ার পর পুনরায় তার প্রতিবেশি গোলাম মোস্তাফা ও তার ভাড়াটিয়া গুন্ডা রফিক বাহিনী দ্বারা জানে মেরে ফেলার জন্য পৃথক পৃথক হামলায় ৩ পিতাপুত্রকে মারপিট করে আহত করেছে। স্থানীয়রা জানান,শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে মাটি তুলতে নিষেধ করলে গোলাম মোস্তাফা ও তার ভাই গোলাম ফারুক ও রফিক ব্যবসায়ী এরশাদের পুত্র নজরুল ও রঞ্জুকে মারপিট করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সন্তানদের মারপিট করার পর তার বাবাকে খুজতে আসে দোকানে। এ সময় ব্যবসায়ী তার ঘড়ির দোকানে কাজ করতে ছিল। মোস্তফার ভাটিয়া গুন্ডা রফিকসহ ৬ জনের বাহিনী লাঠি ফালা নিয়ে প্রবেশ করে তার প্রতিষ্ঠানে। দোকানের মালামাল লুট ও ক্যাশ থেকে নগত অর্থ সহ হাতিয়ে নেয় প্রায় সোয়া ৩ লক্ষ টাকার মালামাল। পরে ব্যবসাযী এরশাদকে বাজারের সবুজ টেলিককের দোকানে উঠিয়ে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পরে চিৎকার করতে থাকলে স্থানীয় চৌকিদার ও জনতা তাকে উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে চর রাজিবপুর থানায় রফিক,তার সন্তান মঞ্জুরুল,গোলাম মোস্তফা,বাবুল হোসেন,বাদল ও সবুজকে আসামি করে দোকান ছিনতাই,ভাংচুর অভিযোগ করেছে ব্যবসায়ী এরশাদ আলী। অপর দিকে তার সন্তান নজরুল বাদী হয়ে গোলাম মোস্তফা,গোলাম ফারুক ও রফিক কে আসামি করে আরেকটি অভিযোগ করেছে। এ ছাড়া গত বৃহস্পতিবার সুপারী গাছ পোড়ানো ও রাস্তা অবরোধ করে রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে চর রাজিবপুর থানার কর্মকর্তা ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।