জামালপুর পৌর শহরের বানাকুঁড়া মোড় এলাকায় বিদ্যুৎ পিষ্টে এক মুক্তিযোদ্ধা এবিএম লিয়াকত আলী(৬৫)মারা গেছেন। গত ১১এপ্রিল শনিবার রাত সাড়ে ৯টায় পৌর শহরের বানাকুড়া মোড়ে মুক্তিযোদ্ধার নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা রাতে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পরে বিদ্যুৎ এলেও নিহত মুক্তিযোদ্ধার বাড়িতে বিদ্যুৎ আসে নাই। তাই সে তার বাড়ির দু‘তলার ছাদে উঠে বৈদ্যতিক সার্ভিস তারের সংযোগ স্থলে কাঁচা বাঁশ দিয়ে বারি দেন। এ সময় ভেজা কাঁচা বাঁশটি ১১ হাজার কেভিএ ভোল্টের তারের সংস্পর্শে বিদ্যুৎতায়িত হয়ে মারাত্বক ভাবে আহত হন। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বীর মুক্তিযোদ্ধা এবিএম লিয়াকত আলী তিনি অগ্রনী ব্যাংকের
একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।