শ্রীমঙ্গলের বিভিন্ন স্হানে গতকাল বিকেলে মোবাইল কোর্টের অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, শনিবার বিকাল ৫ টা হতে রাত ৮ টা পর্যন্ত শ্রীমঙ্গল পৌর ও সদর এলাকা, ভৈরবগঞ্জ বাজার ও শাহজীবাজার এলাকায় মোবাইল কোর্টের এই অভিযান পরিচালিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১২ টি প্রতিষ্ঠানকে পৃথক ১২ মামলায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় সর্বমোট ১৮ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।