হটলাইনে ফোন দিলেই আপনার বাসায় পৌছে যাবে আপনার প্রয়োজনীয় ঔষধ। যেখান থেকে আপনি শুধু নির্ধারিত মুল্যে পাবেন ঔষধ। লাগবে না কোন ফি বা সার্ভিস চার্জ। এই সেবাটি আপনি পাবেন রাত-দিন ২৪ ঘন্টা অর্থাৎ যে কোন সময়।
'বাসায় থাকুন, নিরাপদে থাকুন, আপনার ওষুধ আমরাই পৌছে দেব'--এই মুলমন্ত্র নিয়ে শ্রীমঙ্গলের কালীঘাট রোডে অবস্হিত আখলাক ফার্মেসী শুরু করেছে জরুরি ওষুধ হোম ডেলিভারী সার্ভিস।
করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় ও ঘরে অবস্হান করার কারণে আপনার প্রয়োজনীয় ঔষধগুলো আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। শুধু আপনাকে হটলাইনে একটি ফোন করে ঔষধের চাহিদা জানাতে হবে। হটলাইন নাম্বার ০১৭১১-৩৩০০৭৪।
শনিবার রাতে আমাদের এই প্রতিনিধি আতাউর রহমান কাজলের জরুরি কিছু ঔষধের প্রয়োজন পড়ে। তিনি রাত সাড়ে ১২ টায় হটলাইনে ফোন দেন এবং ঔষধের চাহিদা জানান। রাত ১:০৭ মিনিটে ওষুধ নিয়ে আখলাক ফার্মেসীর স্বত্বাধিকারী মনসুর আলম মাসুম এ প্রতিনিধির বাসায় আসেন।
ঔষধের নির্ধারিত মুল্য ছাড়া মনসুর আলম মাসুম অন্য কোন ফি বা সার্ভিস চার্জ নেন নি। তিনি জানালেন, করোনা ভাইরাসের কারণে যারা বাসায় আছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলছেন সে কারণে মানবিক দিক বিবেচনা করে এবং মানুষের জন্য আমরা এই সার্ভিসটি দিয়ে যাচ্ছি।
আখলাক ফার্মেসীর স্বত্বাধিকারী মনসুর আলম মাসুমের জনকল্যানে এই উদ্যােগ সত্যিই প্রশংসনীয়।