রংপুরে ৫ তরুণ ও ইউ এন্ড মি ওমেন্স শপের সহযোগিতায় ১০০ শত পরিবারের মাঝে ৭ দিনের খাবার বিতরণ।
শনিবার সকালে নগরীর করণজাই রোড়ে নিম্ন আয়ের ও বাসায় অবস্থানরত মানুষের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি তেল, লবণ, পিয়াজ, ডাল এবং ২ কেজি আলু বিতরণ করা হয়। এসময় তারা বলেন যারা কারো কাছে যেতে পারছেনা, চাইতে পারছেনা এমন ১০০ পরিবারের মাঝে অন্তত ৭ দিনের খাবার পৌছে দিচ্ছেন।
তারা আরো জানান, এই দূর্যোগ মহামারিতে সবাইকে সবার পাশে দাড়াতে হবে। কাধে কাধ মিলিয়ে আসন্ন বিপদকে মোকাবেলা করতে হবে।
ইউ এন্ড উই ওমেন্স শপ পক্ষ থেকে ২০০শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে শনিবার প্রথম দফায় ১০০শত পরিবারের মাঝে এক সপ্তাহের জন্য প্রয়োজনীয় চাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, ডাল বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার নাজমুল আলম নাজু সহ ইউ এন্ড মি ওমেন্স শপের পরিচালক, ৫ তরূণ শাহিনুর, লাবলু, ফয়েজ, তারেক, আনোয়ার।
করোনা ভাইরাস মোকাবেলায় বিত্তবানদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান এই তরুণরা।