রংপুরে ব্লিচিং পাউডারের নামে আটা ও চক পাউডার মিশ্রণ করে ৩০/৪০ টাকা প্যাকেট বিক্রি করার প্রতারণার অভিযোগে গতকাল শনিবার বিকেলে নগরীর হাড়িপট্টি এলাকায় ৩ জন প্রতারককে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। আরপিএমপি ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বেশকিছুদিন থেকে নগরীর হাড়িপট্টি এলাকায় ব্লিচিং পাউডারের নামে আটা ও চক পাউডার করে প্যাকেটে ভরে ৩০/৪০ টাকায় বিক্রির প্রতারণা চলমান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে প্রতারক জাহাঙ্গীর আলম, খোকন সাহা ও এ আর গণিকে আটক করেন।
আরপিএমপি ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, এ প্রতারণার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে।