কচুয়া উপজেলা লকডাউন ঘোষনা করেছে উপজেলা পরিষদ। কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান গতকাল এক জরুরী সভা করে ঘোষনা করেন যে, ঢাকা, চট্রোগ্রাম ও নারায়নগঞ্জ এলাকাসহ অন্য কোন জেলার কোন লোক কচুয়া উপজেলায় ঢুকতে পারবে না। বর্তমানে কচুয়া উপজেলায় ঢাকা, চট্রোগ্রাম ও নারায়নগঞ্জ থেকে কিছু কচুয়াবাসী, আবার কেউ কেউ কচুয়াবাসীর আত্মীয়স্বজন কচুয়ায় ফিরতে শুরু করেছে। এদের ফিরতে দেখে কচুয়া সাধারন জনসাধারন আতঙ্কে আছে। যেহেতেু ঢাকা, চট্রোগ্রাম ও নারায়নগঞ্জ এলাকায় প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রামন মহামারী আকারে বিস্তার লাভ করছে, সেহেতু ঐ এলাকার লোকজন এখন কচুয়ায় ঢুকলে তাদের মাধ্যমে কচুয়ায়ও প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রামন দেখা দিতে পারে,একারনে ঢাকা, চট্রোগ্রাম ও নারায়নগঞ্জ এলাকার কচুয়াবাসীদের কাছে এই মুহর্তে কোন আত্মীয় স্বজন কচুয়ায় না আসলে ভাল হয়। আর যদি কেউ চলে আসে তাহলে তাকে যেন অবশ্যই ১৪দিন কোয়ারেন্টাইনে বাড়িতে থেকে তার পর সাধারন ভাবে চলাচল শুরু করে।