ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজন মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৮৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।