জয়পুরহাটের ক্ষেতলালে সুহলী বাজারের একটি গুদাম থেকে খাদ্যবান্ধব ১০টাকা কেজির রেশনের ২২ বস্তা চালসহ ২ ভ্যানচালক কে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
থানা ও এলাকাবাসি জানান, গত শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই সব চাল আটক করে পুলিশ । উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ ভবনের পার্শ্বে সুহলী গ্রামের এমদাদুল হোসেন এর গুদাম থেকে ২২ বস্তা চাল ভ্যান যোগে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ক্ষেতলাল থানা পুলিশ ওই সব চাল উদ্ধার করে। এসময় উপজেলার সুহলী গ্রামের আফজাল হোসেন ও আনারুল ইসলাম নামে ২ ভ্যানচালককে আটক করে পুলিশ। আটকৃতদের জিজ্ঞাসা বাদের তারা পুলিশকে বলেন, সুহলী গ্রামের আব্দুল মালেকের চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে ভ্যান ভাড়া নিয়েছে । বাজারে যাওয়ার সময় পুলিশ আমাদের আটক করে।
এ ব্যাপারে আব্দুল মালেকের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি একজন চাল ব্যবসায়ী আলমপুর ইউনিয়ন সহ পার্শ্ববতী বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের ক্রয়কৃত খাদ্যবান্ধব ১০টাকা কেজির রেশনের চাল ব্যবসায়ী হিসাবে আমার কাছে বিক্রি করে। ওই চাল আমি বাজারে বিক্রি করতে যাওয়ার সময় পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ এসএম সিদ্দিকুর রহমান বলেন, শনিবার ভোরে সুহলী বাজারে ২২ বস্তা চাল ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হলে চাল সহ ২ ভ্যানচালক কে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের জিজ্ঞাসা বাদের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।