প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ঘর থেকে বের না হওয়া জয়পুরহাটের কালাই উপজেলার শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম.শওকত হাবিব তালুকদার লজিক।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় শনিবার দুপুরে উপজেলার মাত্রাই ইউনিয়নের মাজারপুকুর আদর্শ গুচ্ছগ্রাম এবং আতাহার আদর্শ গুচ্ছগ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রীর বস্তা পিঠে, কাঁধে ও মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ১শ ১০জন শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে চাল, আলু, ডাল, তেল ও লবন বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি ঐসব কর্মহীন ও দরিদ্র মানুষেরা।
এসময় উপজেলাা মাত্রাই ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা এসএপিপিও মো. ছালজারুল আলম, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান মন্ডল, মাত্রাই ইউনিয়ন পরিষদের মেম্বার সুজন সোনার, কালাই উপজেলার আইসিটি টেকনিশিয়ান এসএম তারেকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।