কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে খাদ্য সংকট মিটাতে ৩’শ ৮৮ জন হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে হোসেনপুর হাসপাতালের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে ঢাকাস্থ হোসেনপুর উপজেলা সমিতি।
প্রতি পরিবারে চাল, ডাল, আটা, তেল ও লবনসহ এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, হোসেনপুর উপজেলা সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রহিম, মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী এ. কে.এম আবু রায়হান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, হোসেনপুর উপজেলা সমিতির কর্মসংস্থান সম্পাদক মো. মোজাম্মেল হক সোহাগ, প্রচার সম্পাদক মাজারুল হক চুন্নু, ধর্ম সম্পাদক মো. আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মুকবুল হোসেন, মাওলানা আবদুল ওয়াদুদ মকসুদ প্রমুখসহ অন্যান্যরা।