চাটমোহর উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার তাঁর ব্যক্তিগত তহবিল হতে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে শনিবার চাটমোহর সভার ৫০টি হিন্দু পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সকালে বালুচর জগন্নাথ মন্দির চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য,সাংগঠনিক সম্পাদক কিংকর সাহাসহ অন্যান্যের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
এদিকে বাংলাদেশ ক্রেমিস্ট এ- ড্রাগিষ্ট সমিতি চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার কর্মহীন ও দরিদ্র ৩শ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সমিতির সভাপতি রফিবুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল,সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েল,কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো আওয়ামী লীগের ধারাবাহিক ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে উপজেলার ডিবিগ্রাম,বিলচলন ও হরিপুর ইউনিয়নে ৫শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।