করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানিয়ে সাবেক মৎস্য ও পাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন; মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে সারা দেশের ন্যায় ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার কর্মহীন হতদরিদ্র সুবিধা বঞ্চিত নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা খাদ্য সংকটে রয়েছেন। সরকারের পাশাপাশি সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের দানশীল ব্যক্তিদের এসব অসহায় মানুষের পাশে মানবিক কারণে এগিয়ে আসতে হবে। তিনি শনিবার সকালে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহানাজ বেগম, ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম ও শারমিনা পারভিন রুমা, আওয়ামী লীগ নেতা শাহানেওয়াজ হোসেন জোয়ারদার, সরদার আবু সাঈদ, শেখ নাজিবুর রহমান, শেখ হেফজুর রহমান, আছফর হোসেন জোয়ারদার প্রমুখ।
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি’র ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে ডুমুরিয়া- ফুলতলা উপজেলার ১৮টি ইউনিয়নে ১ হাজার পরিবারের জন্য দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের হাতে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন।