গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামে অবস্থিত একটি পশুখাদ্য উৎপাদন কারখানার এক শ্রমিকের (৩৪) করোনাভাইরাস পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে। রির্পোট পাওয়ার পর প্রশাসন শুক্রবার বিকেলে ওই করাখানায় কর্মরত ১২০ জন শ্রমিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং কারখানাসহ দস্যু নারায়ণপুর গ্রামটি বিকেল ৫ টায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোঃ আবদুস সালাম সরকার জানান, গত বৃহস্পতিবার সকালে ‘ছোঁয়া এগ্রো ফিড মিল লিমিটেড’ নামক কারখানার এক শ্রমিক অসুস্থ্যবোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। সে কয়েকদিন যাবৎ জ্বর ও ঠান্ডা কাশিসহ করোনার উপসর্গে ভোগছিলেন বলে জানায়। তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে ডাক্তাররা তার নমুনা সংগ্রহ করে ওই দিনই ঢাকায় পাঠায়। শুক্রবার বিকেলে তার পজিটিভ রেজাল্ট আসার পর চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাক্তার আরো জানান, কারখানার মালিকের সাথে কথা বলে জানা গেছে, ভিয়েতনামের কয়েকজন শ্রমিক তাদের কারখানায় ১৫ দিন অবস্থান করেছিল। শনিবার কারখানার সকল শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের এবং ওই শ্রমিকের বাড়ির আশপাশের লোকজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোসাঃ ইসমত আরা জানান, ওই কারখানাটিসহ দস্যু নারায়ণপুর গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে এবং কারখানার সামনে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
উল্লেখ্য, কাপাসিয়া উপজেলা থেকে এ পর্যন্ত ২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল এবং তার মধ্যে একজনের পজেটিভ রেজাল্ট এসেছে।