রংপুরের পীরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৯০ বস্তা চাল আটকের ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবদুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ থানায় এ মামলা করা হয়। গত বুধবার মধ্যরাতে উপজেলার ভেন্ডাবাড়ি-বড়দরগাহ সড়কের গুর্জিপাড়া কলেজের সামনে ওই চালের ট্রলি আটক করে ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় ট্রলিচালক, হেলপার ও শ্রমিকসহ তিনজনকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাত ১২টার দিকে ভেন্ডাবাড়ি-বড়দরগাহ সড়কের গুর্জিপাড়া কলেজের সামনে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির ৯০ বস্তা চালসহ একটি ট্রলি আটক করে। এ সময় ট্রলিচালক মিঠাপুকুর উপজেলার গুপিনাথপুর গ্রামের জমশের আলীর ছেলে ইসমাইল (৩০), হেলপার পীরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে রিয়াদ (১৪) ও শ্রমিক ভেন্ডাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলমকে (২৩) আটক করা হয়। পরদিন সকালে চালভর্তি ট্রলি ও আটককৃতদের পীরগঞ্জ থানায় সোর্পদ করা হয়। ওই ঘটনায় পুলিশ দ্রুত অনুসন্ধানের পর আটককৃত বাক প্রতিবন্ধি ও নাবালক রিয়াদকে ছেড়ে দেয়। পরে ট্রলিচালক ইসমাইল ও শ্রমিক জাহাঙ্গীর আলম এবং ওএমএস ডিলারসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়।
অন্য আসামিরা হলো খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার ও ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলের বাবা মনোয়ার হোসেন মন্ডল (৬৫), পান্থাপুকুর গ্রামের নুন্না মিয়ার ছেলে চাল ব্যবসায়ী রবিউল ইসলাম (৩৫), একই গ্রামের আবদুর রহমানের ছেলে কাঠ ব্যবসায়ী সাহেব আলী (৪৫), পাকুরিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ভ্যানচালক খোকা মিয়া (৬০) ও বিশলা গ্রামের প্রফুল্ল বর্মনের ছেলে শ্রমিক (কুলি) লাল বুদু (৩৫)।
ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, বুধবার রাতে পান্থাপুকুর, বিশলা, ভেন্ডাবাড়ি ও পাকুরিয়াসহ চারটি পয়েন্ট থেকে ৫০ কেজি ওজনের ওই ৯০ বস্তা চাল পাশ্ববর্তী গাইবান্ধার সাদুল্লাপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ট্রলিতে তোলা হয়। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মঞ্জুর হোসেন মন্ডলের বাবা মনোয়ার হোসেনের গুদাম ঘরের সামন থেকে ৩৮ বস্তা চাল ট্রলিতে ওঠানো হয়েছে। মনোয়ার হোসেনের নামে খাদ্যবান্ধব কর্মসূচীর লাইসেন্স থাকলেও দীর্ঘদিন ধরে সকল কর্মকাণ্ড ছেলে মঞ্জুর হোসেন মন্ডল ও তার ম্যানেজার শামীম পরিচালনা করে আসছে। কাগজপত্র মূলে বাবা ফেঁসে গেলেও বেঁচে গেলেন আওয়ামী লীগ নেতা মঞ্জুর। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে মঞ্জুর হোসেন মন্ডল জানান, তার বাবা বিধি সম্মতভাবে ওই কর্মসূচির চাল বিক্রি করে আসছেন। তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, আটকৃতদের জবানবন্দি রের্কড করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানের পর মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।