ঘরে কেউ ঢোকার শব্দ পেলেই সতেজ হয়ে ওঠে প্রায় শতবর্ষী চম্পা বড়ালের ম্রীয়মান কন্ঠ। অধীর হয়ে তিনি প্রশ্ন করেন, ‘কিডা? অনাদি আইছিস?’ আগন্তুকের ‘না’ সূচক উত্তর শুনে তাঁর শরীর কাঁপতে থাকে। কাঁদেন আর বলতে থাকেন, ‘ও অনাদি, তুই বাড়ি আয়। আমারে না কইয়ে তুই কনে গেলি? কারা তোরে নিয়ে গেল রাত্তির বেলা?... তুই ছাড়া তো আমার আর কেউ নেই, ..তুই কবে আস্পি?’
কাঁপা কাঁপা হাতের আঁচলে চোখ মোছেন, আর বারংবার বলতে থাকেন কথাগুলো। অনাদি বড়ালের মায়ের এই কান্না দেখে সতীর্থ হন অনাদির বিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছেলে, মেয়েসহ স্ত্রী। তারা এই বয়োবৃদ্ধ নারীকে সান্তনা দেন। টিনের ছাউনি দেয়া ঘরের দরজার চৌকাঠ ঘেঁষে নড়েচড়ে বসেন মা চম্পা (৯৪)। এভাবে সন্তানের অপেক্ষায় প্রতিদিন থাকেন মৃত্যু পথযাত্রী এক মা। ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার খবর শুনে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানান অনাদির স্ত্রী পুতুল বড়াল।
গ্রাম-সমাজে প্রভাব বিস্তারের দ্বন্দ ও ষড়যন্ত্রের বলি হচ্ছে তিনটি পরিবার। লোকনিন্দায় মামলার বাদী ও আসামীদের সন্তানদের লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়েছে। আসামীদের ছাড়ানোর জন্য দ্বারে দ্বারে ছুটছেন আসামীদের স্ত্রী, সন্তানেরা। রটছে নানা কুৎসা। বাড়ছে প্রতিহিংসা। প্রতিপক্ষের একটি সাজানো মামলায় ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস/পিয়ন) অনাদি বড়াল ও সমাজপতি অর্জুন বাড়ৈ মাসাধিককাল হাজতবাস করছেন। কিন্তু সমাধানের কোন কিনারা পাচ্ছে না। উপরন্তু প্রতিপক্ষের হুমকি-ধামকি অব্যাহত রয়েছে। গ্রামটির পরিবেশ থমথমে। আলোচিত এই পরিস্থিতি বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের গোড়ানালুয়া গ্রামে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বাগেরহাটের চিতলমারী-কচুয়া সার্কেল পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান এই বিষয়ে এ প্রতিনিধিকে বলেন, ‘বুধবার গোড়ানালুয়া গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’ তবে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত ০৭ থেকে ০৯ এপ্রিল পর্যন্ত অনুসন্ধানে বেরিয়ে আসে নানা তথ্য। অভিযোগ উঠেছে, গ্রামের দুই পক্ষের বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে এই ধর্ষণ প্রচেষ্টা মামলাটি হয়েছে। পেছনে কলকাঠি নাড়েন ওই গ্রামের দুইজন প্রভাবশালী ব্যক্তি। প্রভাব দেখাতে তারা সমাজের অনেকের সাথে অশালীন আচরণ করেন। এর প্রতিবাদ করতেন বিধায় অনাদি বড়াল ও অর্জুন বাড়ই বিপাকে পড়েছে বলে অনেকে জানান।
অনুসন্ধানকালে ধর্ষণ প্রচেষ্টা মামলার বাদী ও ভিকটিম ওই বিধবা নারী বলেন, ‘আমার স্বামী শিক্ষক ছিলেন। আমি নিজে ভারত থেকে বিয়ে পাশ করেছি। ২০১৯ সালের ১৮ আগস্ট স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে প্রাইভেট পড়িয়ে ছেলে ও মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি। দরিদ্র হলেও সম্মান খোয়াইনি। এই মামলার ঘটনা কিছু সত্য, কিছু মিথ্যা। মিথ্যা, সত্য মিলিয়েই তো মামলা হয়। ভুল বোঝাবুঝি তো হতেই পারে। তার সমাধানও-তো আছে! এটাকে কেন্দ্র করে ছেলে,মেয়ের লেখাপড়া ব্যাঘাত ঘটছে।’
শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দীনেশ বিশ্বাস (০৮ এপ্রিল রাত নয়টা ২১ মিনিটে) মোবাইলে বলেন, ‘দুল চুরির কথা শুনেছি। কিন্তু এই মামলার ঘটনার (ধর্ষণ চেষ্টা) কোন কথা দুই পক্ষের কেউই আমাকে বলেনি।’ দীনেশের বাড়ি গোড়ানালুয়া গ্রামে।
চিতলমারী থানার এসআই প্রসেনজিত সরকার জানান, এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণ প্রচেষ্টা মামলা হয়েছে। এতে গোড়ানালুয়া গ্রামের অভিলাশ বাড়ইয়ের ছেলে অর্জুন বাড়ই (৫০) ও কুঞ্জু বড়ালের ছেলে অনাদি বড়াল (৫১) আটক হয়। গত ০৩ মার্চ তাদের বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গত ১৫ ফেব্রুয়ারী রাত নয়টার দিকে ওই নারীর বাড়ির বারান্দায় বসে ওই দুজন ধর্ষণ চেষ্টা করে। এর প্রায় দুই সপ্তাহ পরে থানায় অভিযোগ করেন বাদী। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৪)(খ)/১০ ধারায় দায়েরকৃত মামলা নং-০১, তারিখ ০২/৩/২০২০। মামলার তদন্ত চলছে বলে তিনি জানান।
নেপথ্যে... ?
গোড়ানালুয়া গ্রামের বাঁশিবাজ মজুমদারের ছেলে ঠাকুরদাস মজুমদার জানান, তাদের এলাকার হিন্দু সমাজ পরিচালিত হয় ‘খান’র মাধ্যমে। কয়েকটি গ্রাম নিয়ে একটি ‘খান’। বংশ পরম্পরায় এই খান-প্রধান নির্বাচনের প্রথা রয়েছে। বিয়ে, শ্রাদ্ধসহ সকল ধর্মীয়-সামাজিক অনুষ্ঠান এই ‘খান’ প্রধানের সিদ্ধান্তে পরিচালিত হয়। কোন খান-প্রধানের বিরুদ্ধে যদি ধর্ষণের মতো অসামাজিক কাজের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তিনি ওই পদ হারাবেন। বড়বাক, নাটনের চর, চরলাটিমা, নালুয়া ও গোড়ানালুয়া গ্রামের সমন্বয়ে যে ‘খান’ রয়েছে, তার প্রধান অর্জুন বাড়ৈ। তাকে ওই পদ থেকে সরানোর জন্য দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছিল।
এদিকে, গোড়ানালুয়া গ্রামের পল্লী চিকিৎসক হারান চন্দ্র সরকার তার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে ৩৩টি খান’র সভ্যগণদের নিমন্ত্রণ করতে চান। হারান জানান, শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্যে ওই নারী নির্যাতন মামলার দায়েরের প্রায় ১৫দিন আগে তার বাড়িতে গ্রামের কর্তাদের সভা বসে। প্রথা অনুযায়ী, এই সভায় খান-প্রধান অর্জুন বাড়ৈয়ের সিদ্ধান্ত ঘোষণা করার কথা। কিন্তু সভায় অর্জুন বাড়ৈ ও তার বন্ধু অনাদি বড়াল অনুপস্থিত থাকেন।
অনাদি বড়ালে স্ত্রী পুতুল বড়াল বলেন, ওই সভার দিন তাদের বাড়িতে তার স্বামীকে ডাকতে আসেন ভজন মজুমদার, মৃনাল হালদার, পঙ্কজ মজুমদারসহ কয়েকেজন। কিন্তু ওই সভায় অ্যাডভোকেট উৎসব বৈরাগী উপস্থিত আছে জেনে তার স্বামী যাননি। কারণ, উৎসব কথার মাঝে অন্যান্যের ছোট করে অশালীন ভাষায় কথা বলেন। এটা তার স্বামী অনাদি বড়াল কিংবা অর্জুন বাবু মানতে পারেন না। আবার ধনাঢ্য হওয়ায় তাকে বেশি কিছু বলতেও পারেন না। ওই সভায় না যাওয়ায় ওরা ক্ষিপ্ত হয়। প্রায় এক বছর আগে মারা যাওয়া হারানের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান অনিশ্চিত হয়ে পড়ে।
পুতুল বড়াল আরো জানান, এর সপ্তাহ খানেক আগে তার বড় মেয়ে রিনার কানের দুল হারায়। এটা নিয়ে গ্রামের মৃতঃ গোসাই লাল মজুমদারের স্ত্রীর সাথে মতানৈক্য ও ঝগড়া হয়। এই সুযোগটি কাজে লাগায় প্রতিপক্ষরা। তারা কানের দুল হারানোর সমাধানের কথা বলে ওই বিধবা নারীকে দিয়ে অর্জুন ও অনাদির নামে মামলা করিয়ে দেয়। এতে একদিকে, অর্জুনের ‘খান প্রধান’র পদ হারাবে, অপরদিকে অনাদিও শায়েস্তা হবে। এটাকে বলে ‘এক ঢিলে দুই পাখি মারা!’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হীন চক্রান্তে সমাজপতির পদমর্যাদা রদবদল করার উদাহরণ এই গ্রামে ইতোপূর্বে আরো ঘটছে। ঠাকুরদাস মজুমদার সমাজপতি ছিলেন। প্রায় সাত বছর আগে একটি ধর্ষণ মামলা দিয়ে তাকেও এমনিভাবে ওই পদ হতে বাদ দেয়া হয়। এখানেও একই কৌশলে অর্জুন বাড়ইয়ের জায়গায় তাপসকে এবং চারটি খান’র বর্তমান সভাপতি সাধুদাস মজুমদারের স্থলাভিসিক্ত করতে চাইছে গোপাল মজুমদারকে। এমন হীন চক্রান্তে এক একটি পরিবারকে বিপদে ফেলা বন্ধ হওয়া উচিৎ।
অনুসন্ধানকালে গত ০৭ এপ্রিল দুপুরে আইনজীবী উৎসব বৈরাগীর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বর বন্ধ।
দেশ-বিদেশে পরিচিত বাংলাদেশ সেবাশ্রমের মূল প্রতিষ্ঠান গোড়ানালুয়া গ্রামে। এখানের ভক্ত উৎপলেন্দু ব্রহ্মচারী জানান, সমাজে এখন যা চলছে তা ধর্মবিরোধী। পদের লোভ, হিংসা থাকলে সমাজের পতন আসে।
ধর্ষণ প্রচেষ্টা মামলার স্বাক্ষী পল্লী চিকিৎসক হারান চন্দ্র সরকার। তার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন নিয়ে ওই গ্রামে বর্তমানের অস্থিরতা। এ সম্পর্কে হারান বলেন, ‘শুনেছি ওই মামলায় আমাকে স্বাক্ষী করেছে। মামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানিনা। মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান একবারই বড় আয়োজনে করতে চাই।’
সনাতন বৈরাগীর পুত্র শরৎ বৈরাগী (৬৫) বলেন, ‘এই গ্রামে হিন্দুদের স্বাভাবিক মৃত্যুর ১৩ দিনের মাথায় শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয়। কিন্তু হারানের মায়ের মৃত্যুর পর এক বছর পেরিয়ে গেছে। এতে অনুষ্ঠান করতে বাধা নেই। কিন্তু সমাজে দ্বন্দ, আক্রোশ বাড়ছে।’