ভারতে ক্রমশই জটিল হয়েছে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫৮ জন। দ্য হিন্দুর লাইভ আপডেটে আরও জানানো হয়, দেশটিতে এখন পর্যন্ত করোনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হিসাবে ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এদিকে আসামে বৃহস্পতিবার করোনায় প্রথম কোনো ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সময় জানায়, লকডাউন তুলে নিলে করোনায় বিপত্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে লকডাউনের মেয়াদ বেড়ে কত দিন হবে, তা নিয়ে স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই কেন্দ্রে এ বিষয়ে জানাবে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন। আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যায় ইতালির পরেই দেশটির অবস্থান। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস।