কিশোরগঞ্জকে ভুলেননি আবদুল মোনেম। তাইতো একহাজার কর্মহীন পরিবারের পাশে ‘আব্দুল মোনেম’ সহায়তায় হিসেবে পাঠিয়ে দিলেন ইগলুর তৈরি পাঁচ হাজার কেজী ভিটামিন চাল। করোনা প্রতিরোধে সরকার জনগণকে নির্দেশনা দিয়েছেন ঘরে থাকার। এরূপ পরিস্থিতিতে দারিদ্র, দিন মজুর ও নিম্ন আয়ের লোকজন পড়েছে আর্থিক ও খাদ্য সংকটে। এসব দিক বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তার হাত বাড়িয়েছেন, দেশের নির্মাণখাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আবদুল মোনেম গ্রুপের স্বত্বাধিকারী আবদুল মোনেম। তার প্রিয় এলাকা কিশোরগঞ্জের বিপদগ্রস্ত মানুষের জন্যে ত্রাণ হিসেবে পাঠিয়েদিলেন ইগলু ফুডস লিঃ এর মিনারেল ও ভিটামিনযুক্ত পাঁচ হাজার কেজী মিনিকেট চাল।
ইগলু ফুডস লিমিটেডের হেড অফ বিজনেস অপারেশনস শামীম আহমেদ জানান- দেশের নির্মাণখাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আবদুল মোনেম গ্রুপের স্বত্বাধিকারী আবদুল মোনেমের জৈষ্ঠ ছেলে এএসএম মাঈনউদ্দিন মোনেম এবং কনিষ্ঠ কন্যা ড. ফারহানা মোনেম দেশের বর্তমান পরিস্থিতিতে সারাদেশে ত্রান সামগ্রী বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিতায় কিশোরগঞ্জে করোনায় কর্মহীন মানুষের জন্য পাঠিয়েছেন, গ্রুপের প্রতিষ্ঠান ইগলু ফুডস লিমিটেড জাতিসংঘের ওয়ার্ল্ড ফুডস প্রোগ্রামের সহায়তায় তৈরি ভিটামিন ও মিনারেলযুক্ত এসব চাল। বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) কিশোরগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের পক্ষে মো. মুরাদ ভুইঞা ও অ্যাডভোকেট নূর মোহাম্মদের নামে এসব চাল আসায় তারা দু’জন তাদের বন্ধুদের সহযোগীতায় শুক্রবার ( ১০ এপ্রিল) সকালে প্রতি পাঁচ কেজি করে একহাজার পরিবারে মধ্যে এসব বিতরণ করেন। মুরাদ ভুইঞা ও অ্যাডভোকেট নূর মোহাম্মদ মোনেম গ্রুপকে ৯৪ ব্যাচ এবং কিশোরগঞ্জ বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে ত্রাণ বিতরনের কাজ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।