ঢাকাণ্ডমাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর বটতলায় আ্যম্বুলেন্স ও মাইক্রোবাসের সংঘর্ষে ১ জন নিহত এবং অপর ৪ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত দেলোয়ার হাওলাদার(৫৫)মাদারীপুর বাহেরচরের মৃত মুসা হাওলাদারের পুত্র বলে জানা গেছে।
হাসাঢ়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: বাছেদ জানান,শুক্রবার ভোর ৩ টায় ঢাকার পোস্তগোলা থেকে রং মিস্ত্রিরা একটি মাইক্রোবাসে(ঢাকা মেট্রো-চ-১২-১৩১৯) মাওয়া যাচ্ছিল ,ধলেশ্বরী টোলপ্লাজায় পুলিশ তাদের বহনকারী মাইক্রোবাসটি ফিরিয়ে দিলে রং সাইডে রওয়ানা হয়ে ষোলঘরে পৌছলে বিপরীত দিক হতে আসা আ্যম্বুলেন্সে(ঢাকা মেট্রো ছ ১১-২৭৩২)সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস আরোহী দেলোয়ার নিহত হয়। আহত অপরাপর ৪ জন হলেন,টাঙ্গাইলের মধুপুরের আরজু(৪০) এবং বরগুনার বোতলবুনয়ার বাবু(২১)গোপালগঞ্জ কাশিয়ানীর নাসিম(৩৬) এবং আবুল হোসেন(৩৬)। আহতদেও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।