পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীগ্রাম মধ্যপাড়া মৃত খইমদ্দিনের ছেলে মজিদের বাড়িতে। অগ্নিকাণ্ডে প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধিত হয় বলে জানা যায়। সব হারিয়ে পরিবারটি পথে বসার উপক্রম হয়েছে।
জানা যায়,ঘটনার দিন দুপুরে মজিদের প্রতিবেশি দুলালের রান্না ঘর থেকে অসাবধানতাবশত আগুনের সুত্রপাত হলে মুহুর্তে আগুনের লেলিহান শিখা মজিদের বসত ঘরে ছড়িয়ে পড়লে এতে নগদ টাকা, পেঁয়াজ, রসুন, আসবাবপত্রসহ ঘরে রক্ষিত মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এ সময় প্রতিবেশি দুলালের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানা যায়। দীর্ঘসময় ধরে এলাকাবাসী প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে বেড়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলে ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।বাড়ির মালিক মজিদ জানায় আমি গরীব মানুষ আগুনে সব পুড়ে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সব হারিয়ে আমি এখন নিঃশ্ব এবং সর্বশান্ত হয়ে গেলাম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।