১২৭টি সুপারী গাছকে পোড়ানো কেন্দ্র করে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জহির মন্ডল পাড়া গ্রামে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ১ জনকে রাজিবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই সংঘর্ষ হয়েছে। এলাকাবাসী জানান, ওই গ্রামের চানমিয়া গং ও হবিবর গং এর মধ্যে গত ২ দিন আগে থেকেই বাক-বিতন্ড হয়ে আসছিল। চানমিয়া অভিযোগ করে বলেন, তার পুকুর পাড়ের ১২৭টি সুপারী গাছ ওই হবিবর তার সন্তানদের নিয়ে পরিকল্পিত ভাবে গমের লাড়া পোড়াতে গিয়ে পুড়ে ফেলে। এজন্য হবির নিকট বলতে গেলে সে,চান মিয়ার উপর চড়াও হয়। একপর্যায়ে চান মিয়া ও তার ভাইদের সাথে ধস্তাধস্তি হয়েছে বুধবার। তখন থেকেই চানমিয়া গংদের বাড়ি থেকে বের হতে দেয়না এবং রাস্তা বন্ধ করে দেয়। কারণ চান মিয়াদের হবির বাড়ির সামন দিয়ে বাহির হতে হয়।চান মিয়া গং বাড়ি থেকে বাহির হতে না পেরে স্থানীয় ২ সাংবাদিককে খবর দেয়। সাংবাদিকদ্বয় আমাদের বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। তখন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে হবি ও তার সন্তান শাহীন,মাইদুল,মামুন, নস্করের ছেলে কবির সহ প্রায় ২০/২২জন সহ লাঠি-সোডা নিয়ে আমাদের উপর ঝাপিয়ে পড়ে। এতে চান মিয়া গ্রুপের আকিদুল (২৬),ফারুক(২৪),সোলায়মান বাদশা(২৭),চান মিয়া (৩৮) ও হায়দার (৪০ কে মারপিট করে জখম ও ১ জনের কান ফাটিয়ে ফেলে।পরে স্থানীয়রা তাদের রাজিবপুর হাসপাতালে চিকিৎসা দেয়। এ ব্যাপারে উভয় গ্রুপ রাজিবপুর থানায় অভিযোগ দিয়েছে বলে ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানিয়েছেন।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।