বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা শাখা নিজেদেও উদ্যোগে মানবিক সাহায্য ঢান্ড গঠণের মাধ্যমে নিম্নবিত্ত পরিবারের বাড়ি বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন। তারা রাতের বেলা নিম্নবিত্ত ওই সব পরিবারের দরজায় গিয়ে ত্রানের প্রঅকেট তুলে দিচ্ছেন। স্বেচ্ছঅসেবী এই সংগঠণটির সকল সদস্যই ছাত্র। তারা করোনা দুযোর্গগে অসহায় দুস্থ্য ও নিম্নবিত্ত পরিবারে লাইনে দাঁড়িয়ে ত্রান নিতে লজ্জাবোধ করেন তাদেও তালিকা তৈরি করে বাড়িতে বাড়িতে এই ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন। গত ৬ এপ্রিল থেকে তাদেও এ কার্যক্রম শুরু করেছেন। এর আগে সঙগঠণটির পক্ষ থেকে মাস্ক, সাবান, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
১ হাজার পরিবারের মধ্যে তারা ত্রাণ বিতরণ করার প্রাথমিক টার্গেট নির্ধারণ করে কার্যক্রম শুরু করে ইতোমধ্যে খুলনা সদর, ফুলতলা, রূপসা, দিঘালিয়া, ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছা উপজেলায় সাড়ে ৫ শত পরিবারকে ত্রাণ পৌছে দিয়েছেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল, ৩ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ।
খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা জানান, খুলনা সদর, ফুলতলা, রূপসা, দিঘালিয়া, ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছা উপজেলায় সাড়ে ৫ শত পরিবারকে ত্রাণ পৌছে দিয়েছি। খুব দ্রুত সকল উপজেলাগুলোতে বড় পরিসরে ত্রাণ বিতরণের কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি। এজন্য বিত্তবান এবং ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
খুলনা মহানগরের আহ্বায়ক মোঃ আমিনুর রহমান বলেন খুলনা শহরকে লকডাইন করা হয়েছে। আমরা জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সংঘঠণের পক্ষ থেকে খুলনা শাখা কমিটি নিজেদের তৈরি ৫০০ মাস্ক, সাবান, ও সচেতনতা লিফলেট বিলি এবং সচেতনমূলক ক্যাম্পেইন করা হয়েছে শহরের বিভিন্ন স্থানে।