করোনা পরিস্থিতি মোকাবেলায় দাকোপে উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় নেওয়া হয়েছে গুরুত্বপূর্ন সির্দ্ধান্ত। ত্রান সহায়তা অব্যহত রাখতে ফের ৫৫ টন চাল ও নগত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দাকোপকে করোনা মুক্ত রাখতে বেশ কিছু অতি গুরুত্বপূর্ন সির্দ্ধান্ত গ্রহন করা হয়। সভায় ঢাকা নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা হতে আগতদের বাড়ীতে লাল পতাকা টানিয়ে ওই পরিবারের সকল সদস্যকে শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি ও প্রশাসনের কঠোর নজরদারীর নির্দেশ দেওয়া হয়। নতুন আগমন রোধ করতে অভ্যান্তরীন সকল যানবাহন বন্দের পাশাপাশি আলোচীত কালাবগী-খুলনা রুটের মাছের ট্রলারে চালক হেলপার ছাড়া কোন মানুষ পরিবহন বন্দের নির্দেশ দেওয়া হয়। জরুরী প্রয়োজনে উপজেলার অভ্যান্তরীন খেয়া সীমিত পরিসারে চলবে, তবে আন্ত উপজেলা বা জেলার সাথে সংযুক্ত সকল খেয়া পারাপার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্দ রাখার নির্দেশ দেওয়া হয়। সভায় উপজেলার ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকদের অসহায়ত্বের কথা উঠে আসে। যে কারণে পরবর্তী ত্রানের তালিকায় মোটর চালক ড্রাইভার পরিবারকে তালিকায় অগ্রাধীকারের বিষয়টি নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানানো হয়। এ ছাড়া কয়েকজন চেয়ারম্যানের দাবীর মুখে দূর্যোগকালীন উপজেলায় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিতর্কিত পোষ্ট ও মন্তব্য পর্যবেক্ষন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্কীন শর্ট দিয়ে আপত্তিকর মন্তব্য সংরক্ষনের জন্য সির্দ্ধান্ত নেওয়া হয়। সভায় দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিফ উল হাসান, থানার কর্মকর্তা ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদেরসহ ৯ ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন সচীব ও দাকোপ প্রেসক্লাবের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঘরে থাকা কর্মহীন মানুষের ত্রান সহায়তা অব্যহত রাখতে ফের ৫৫ টন চাল ও নগত এক লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এদিকে উপজেলায় সর্বশেষ হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৬৫। যার মধ্যে বিদেশ ফেরত ৬ এবং অভ্যান্তরীন ১৫৯ জন। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে আশার কথা এদের মধ্যে অনেকের প্রাপ্ত রিপোর্টে নেগেটিভ ফলাফল অর্থাৎ আক্রান্ত না হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।