করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ।
ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল থেকে পর্যন্ত নিকলী সদরের প্রতিটি রাস্তায় ও বিভিন্ন বাজার এলাকায় আগে নিজ হাতে জীবানুনাশক ছিটান তিনি। এবার ভ্যান গাড়িতে ১ হাজার লিটার পানির ডাম বসিয়ে জীবানুনাশক স্প্রে করছেন।
এ ছাড়াও সদরের নয় ওয়ার্ডের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে, সদরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা, সচেতনতা মূলক ফেস্টুন ও দুই শত নিম্ন আয়ের ও ভিক্ষুকদের মাঝে খাদ্য বিতরণ করেন।।
চেয়ারম্যান তুলিপ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সদর ইউনিয়নের পক্ষ থেকে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাছাড়াও বিদেশ ফেরত কোন ব্যক্তি ও পরিবার হোম কোয়ারেন্টাইনে আছে কিনা তাদের উপর প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে। ভাইরাসটির প্রতিরোধে সদর ইউনিয়নের বাজারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া অন্য সকল দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।