মুন্সীগঞ্জে আন্ত: ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত অনুযায়ী জেলা ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার ৯ এপ্রিল স্বাক্ষরিত স্বাক্ষরিত এক গণ বিঞ্জপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গণ বিঞ্জপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত কভিড-১৯ রোগের বিস্তৃতি রোধ ও সংক্রমন মোকাবেলায় জেলায় জনসাধারণের প্রস্থান ও প্রবেশ নিয়ন্ত্রণে জেলার এক ইউনিয়ন হতে অন্য ইউনিয়নে যে কোন প্রবেশ পথ দিয়ে যানবাহন প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে এসকল যানবাহন নিয়ন্ত্রণের জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া সাপ্তাহিক সকল হাট, পশুর হাট, আবাসিক হোটেল, শপিং মল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সিনেমা হল ও গণজামায়েত যথারীতি বন্ধ থাকার কথা বলা হয়েছে।
তবে এ সময় জরুরী পরিসেবা চিকিৎসা, ঔষধ, খাদ্য সরবরাহ, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, কৃষি পন্য সামগ্রী সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী এ গণ বিজ্ঞপ্তির আওতা বহির্ভূত থাকবে।এ আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নওয়ার কথাও বলা হয়েছে গণ বিঞ্জপ্তিতে।