কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডে কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ বাদশা ভূইয়া গতকাল দুপুরে করোনা ভাইরাসে ২৫ জন দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করেন। প্রতি পরিবার ২ কেজি চাল, ২ কেজি আটা, ৫০০ গ্রাম ডাল, পেঁয়াজ ২৫০ গ্রাম, ২ কেজি আলু সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। তিনি বলেন, দুস্থ পরিবারের মাঝে এই সামগ্রী শেষ নয়, পর্যায়ক্রমে আরও দুস্থ পরিবারকে সামগ্রী বিতরণ করবেন বলে উল্লেখ করেন।