কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের বাজিতপুর বাজারের সততা আড়ৎদার শুক্রবার সকালে প্রতি কেজি পেঁয়াজ পাইকারী দরে ৪২ টাকা, আদা প্রতি কেজি ১৫০ টাকা, রসুন ৯৫ টাকা দরে পাইকারী ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছেন। গত বুধবার প্রতি কেজি পেঁয়াজ পাইকারী দর ছিল ৩১-৩২ টাকা, আদা প্রতি কেজি ছিল ১৪০ টাকা। এ প্রতিষ্ঠানের লোকজন জানান করোনাভাইরাসের কারণে ট্রাক দিয়ে মাল আনতে গিয়ে পূর্বের চেয়ে দ্বিগুন হারে ভাড়া বেড়েছে। সে কারণে পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে।