বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ খাজা মিয়া মোল্যার ব্যক্তিগত উদ্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়েপড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নড়াইলের কালিয়ায় উপজেলার চাঁচুড়ী বাজারে তাঁর পক্ষে চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়নের এক হাজার গরীব অসহায় কর্মহীন মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়।
পুরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী মোল্যা, জেলা আ’লীগ নেতা আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ ও লুৎফর রহমান মুন্সি তার পক্ষে সামগ্রী কর্মহীন-দরিদ্র মানুষদের হাতে তুলে দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে কর্মহীন মানুষদের এ সহায়তা প্রদান করা হয়। চাচুড়ী ও পুরুলিয়ার দু’টি ইউনিয়নের এক হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুইকেজি আলু, এক লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।