জয়পুরহাট ক্ষেতলালের পৌলুঞ্জ গ্রামের সুশিল বর্মনের ছেলে নির্দোশ বর্মন(১৭) জ্বর ও ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
জানাগেছে, নির্দোশ বর্মন বগুড়ায় ডাল ভাঙ্গা মেলে ডে লেবার হিসেবে কাজ করত। সেখান থেকে গতকাল গ্রামের বাড়ীতে এসে বন্ধুদের সাথে ১০টি মুরগির কাঁচা ডিম ও একটি তরমুজ খাওয়ার বাজি ধরে। বাজির শর্ত মতে সব গুলো ডিম ও তরমুজ খেয়ে ফেলে তারপর তার পেটে ব্যথা ও পাতলা পায়খানা, জ্বর শুরু হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর যখন কিছুতেই কমতে ছিলনা। এক পর্যায় নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এনিয়ে এলাকায় গুনজন শুরু হয় তার দেহে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়ে দেয় বলে নিশ্চিত করেন।