পিরোজপুরের ইন্দুরকানীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে সাপ্তাহিক হাট বাজার। বৃহস্পতিবার উপজেলা পাড়েরহাট সাপ্তাহিক বাজারে নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্র্যাম্যমান আদালতে ১০জনকে জরিমানা করা হয় । প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র পাড়েরহাট বন্দরে ক্রেতা-বিক্রেতার ভীড় যেন অন্য যে কোন সময়ের চেয়েও বেশি । আজকে শবে বরাত থাকার কারনে উপজেলার বটতলা,খেজুরতলা,পাড়েরহাট সহ বিভিন্ন বাজারে যেন ঈদের বাজারে মত ক্রেতা-বিক্রেতার ভীড় । তারা স্বাভাবিক ভাবে চালাচ্ছেন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান পথচারি, মাংসের দোকান, মাছের দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১০জনকে সাত হাজার ২শত টাকা জরিমান করেন । করোনা ভাইরাসের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ গনজামায়াত রোধে সাপ্তাহিক বাজার বন্ধ রাখার জন্য মাইকিং করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে । কিন্তু উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে বিভিন্ন সাপ্তাহিক হাট বাজারে চলছে জনসাধারনের গণজামায়াত ।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, আমি সরকারে নির্দেশনায় ইন্দুরকানী উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধে প্রত্যেক সাপ্তাহিক হাট বাজার বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি । কিন্তু ব্যবসায়ীরা কথা শুনছেন না । তাই বাধ্য হয়ে মোবাইল কোর্টে জরিমানা করা হয় ।