করোনার ভাইরাসের কারণে জয়পুরহাটের কালাইয়ে অসহায়, অচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিন এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণারয়ের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিতাহার আদর্শ গুচ্ছগ্রাম ও নান্দাইলদিঘী আদর্শ গুচ্ছগ্রামে ১শ ৫০জন অসহায়, অচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, আলু, ডাল, তেল ও লবন বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ।
এসময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম ও উপজেলার আইসিটি টেকনিশিয়ান এসএম তারেকুল ইসরাল উপস্থিত ছিলেন।