“ মানুষ মানষের জন্য” বিশ্বব্যাপী (কোভিড ১৯) করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে, দুবাই প্রবাসী জুলফিকার সুমনের সহযোগিতায়, উপজেলা বিশা ইউনিয়নের সমাজ পাড়া বাজার এলাকায় গত গত বুধবার সকাল ১০ টায় ও বৃহস্পতিবার সকালে প্রায় ৩শতাধিক হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কারা হয়। এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন আত্রাই উপজেলার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সরদার সোয়েব ও জয়যাত্রা টেলিভিশনের আত্রাই প্রতিনিধি প্রতিনিধি, উত্তাল মাহমুদ।
প্রত্যেকের দূরত্ব বজায় রাখতে লাইনে দাঁড় করিয়ে হতদরিদ্রদের মাঝে চাল,ডাল,ভোজ্য তেল,পেঁয়াজ,সাবান,সহ ম্যাক্স বিতরণ করেন।
দুবাই প্রবাসী জুলফিকার সুমন বলেন আমি নিয়মিত জয়জাত্রা টেলিভিশনের প্রবাস টাইম অনুষ্ঠান দেখি,জয়জাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিস্টার হেলেনা জাহাঙ্গীর সারা দেশ ব্যাপী যে ত্রান সামগ্রী বিতরণ করছেন তার ধারাবাহিকতা বজায় রাখতে আজকের এই উদ্যেক কে ৩শতাধিক কর্মহীন পরিবারের মুখে হাসি ফুটলো।