ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ক’দিনে নভেল করোনা সেন্দহে ৬ জন রুগীর দেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। এখন পর্যন্ত পাঠানো নমুনার রিপোর্ট হাতে পান নাই সংশ্লিষ্টরা। তবে রুগীদের রিপোর্টগুলো করোনা নেগেটিভ আসার সম্ভাবনা বেশী বলে ধারনা করছেন স্বাস্থ্য কর্মীরা। এরমধ্যে গত ৩ এপ্রিল ২ জন রুগীর দেহ থেকে নুমনা সংগ্রহ করা হয়েছে, ৫ এপ্রিল একজন, ৬ এপ্রিল ২ জন ও বৃহস্পতিবার ৯ এপ্রিল আরও একজন সহ মোট ৬ জন রুগীর নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ দল।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমানের নেতৃত্বে নভেল করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য একটি দল গঠন করা হয়েছে। এ নমুনা সংগ্রহকারী দলের মধ্যে রয়েছেন স্বাস্থ্য সহকারী মোঃ আসাদুজ্জামান (০১৭২২-৮৪৫৪৮১), মোঃ মাহবুবুর রহমান (০১৭২৬-৬৪৭৭৩৪) ও মেডিকেল টেকনোলজি মোঃ কবির খান (০১৭১৯-১২১৪০৭)। উল্লেখিত নমুনা সংগ্রহকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক কর্তব্যরত রয়েছে। প্রয়োজনে উল্লেখিত নম্বরে যে কোনো সময় তাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা।