মোল্লাহাটে করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ম না মেনে চলাচল করায় ৬টি যান-বাহণের নগদ অর্থদন্ড করা হয়েছে। গত বুধবার গাড়ফা, চুনখোলা, গাংনী ও নাশুখালী বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ দন্ডদেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল। অতীব জরুরী ছাড়াই সাভাবিক চলাচলের কারনে ২টি ট্রাক, ৩টি মটরসাইকেল ও ১টি স্কুটারের মোট তিনহাজার পাচশত টাকা অর্থদন্ড করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন পুলিশ ও সেনা সদস্য।