প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। করোনার প্রভাবে লকডাউন হয়েছে বিশ্বের বিভিন্ন দেশসহ বালাদেশের বিভিন্ন এলাকাও। দেশব্যাপী বন্ধ ঘোষণা করা হয়েছে গণপরিবহনসহ বিভিন্ন দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা রয়েছে বাড়ির বাইরে বের হওয়ার। করোনা মোকাবেলায় প্রশাসনিক, রাজনৈতকি, বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো এবং প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়া গুলোর প্রচার প্রচারণাও থেমে নেই। দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যাও। কিন্তু এ ভয় যেনো সামান্যতম স্পর্শ করছে না গ্রামের মানুষের মাঝে। এক কথায় তাদের করোনায় ভয় নেই এতটুকুও। ভয় শুধু পুলিশ ও সেনাবাহিনীকে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ, বামনডাঙ্গা, বেরুবাড়ি, নুনখাওয়া, নারাণপুর, কচাকাটা, কেদার, বল্লভেরখাস, হাসনাবাদ, সন্তোষপুর, ভিতরবন্দ, কালীগঞ্জ, নাগেশ্বরী পৌরসভা, নেওয়াশী ইউনিয়নসহ সকল ইউনিয়নের গ্রামেই এমনটা বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। উপজেলা সদরের বাইরের হাটবাজার গুলোতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে জনসাধারণ। বিশেষ করে চরাঞ্চলীয় হাটবাজারে এমন দৃশ্য যেনো চোখে পড়ার মতো। বিকেল বা সন্ধ্যা হলেই গ্রামের হাট-বাজারগুলোতে শুরু হয় উৎসবের আমেজ। স্থানীয়রা মনে করছেন ঢাকা থেকে আসা মানুষজনের আনাগোনাই বেশি। তারা দলবেধে ঘুরে বেড়ায় এ পাড়া ও পাড়া। রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজার, বোর্ডের বাজার, সাপখাওয়া বাজার, হাজির মোড়, মিনা বাজার, বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি, চর দামালগ্রাম, হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ বাজার, ফকিরেরহাট বাজার, বেরুবাড়ী ইউনিয়নের বেরুবাড়ী বাজার, ওয়াপদাবাজার, চর বেরুবাড়ীসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে মানুষের অবাধ চলাফেরা। দেখা গেছে কিছু চায়ের দোকান বাইরে থেকে ঝাপ বন্ধ থাকলেও ভিতরে ঠিকই চলছে চায়ের কাপে ঝর। চলে দিন অবধি রাত পর্যন্ত আলোচনা ও আড্ডাও। এছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণ, ওএম এস এর চাল বিতরণ, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্যভাতা বিতরণেও মানা হয় না সামাজিক দূরত্ব। এতে করোনা ঝুকি বাড়ছে বলে দাবি বিশিষ্টজনদের। এছাড়াও বাইরে বের হওয়া অনেকের মুখেই নেই মাস্ক, হাতে নেই হ্যান্ড গ্লোভস। নেই কিঞ্চিৎ সচেতনতা।
রায়গঞ্জ বাজারে আসা ওমর ফারুক, আমতলা বাজারের রবিউল আলম, বেরুবাড়ী বাজারের আশরাফুল, ওয়াপদা বাজারের শফিকুল জানায় মানুষের ভীড়ে বাজারে যাওয়া মুশকিল। যেভাবে মানুষ অবাধে চলাফেরা করছে তাতে করোনার ঝুকি রয়েছে। হাজীর মোড় বাজারে আব্দুর কাদের নামের এক ব্যাক্তি জানায়, প্রত্যন্ত এলাকার বাজার হওয়ায় সেখানে চরাঞ্চলের মানুষের সমাগমটা বেশিই থাকে। সেখানকার লোকজনের সচেতনতাও কম। প্রশাসনের নজরদারীও কিছুটা কম। তবে পুলিশ যখন আসে তখন সবাই ভয়ে পালিয়ে যায়। আবার পুলিশ চলে গেলে পুণরায় জনসমাগমে পুরপূর্ণ হয় বাজার।
সাপখাওয়া বাজারের হোমিও চিকৎসক শেখ নুর ইসলাম জানায় বিকেল হলেই শুরু হয় বাজারে লোকজন আসা। ধীরে ধীরে বাজার লোকে লোকারণ্য হয়ে যায়। তার দোকানসহ দুই তিনটি দোকানে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও নেই অন্যগুলোয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশাচালক বলেন, পুলিশের মাইরের ভয়ে রিকশা নিয়ে বাড়ির বাইরে বের হন না তিনি। স্ত্রী ও ৩ মেয়েসহ সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তার। তাই মাঝে মধ্যে গ্রাম এলাকা দিয়ে রিকশা নিয়ে বের হন। এতে যা আয় হয় তা দিয়ে কোনোমতে বাজার খরচ করেন তিনি।
এদিকে করোনা প্রতিরোধে মঙ্গলবার ও বুধবার নাগেশ্বরীর বেশ কয়েকটি পয়েন্টে লকডাউন করেছে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান এবং স্থানীয় যুবকরা। তবে খেটে খাওয়া মানুষের দাবি ঘরের বাইরে বের না হলে স্ত্রি-সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে তাদের।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর বলেন, পুরো উপজেলায় আমাদের আনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী রয়েছে। কোথাও যাতে কোনো জনসমাগম না হয় এবং কেউ যাতে হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে আমরা নজরদারি রাখছি।