সাংবাদিক বিলাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা এগারটার দিকে মুন্সিগঞ্জ বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পাশর্^বর্তী সুন্দরবন সাংবাদিক ক্লাব থেকে বাইরে ডেকে নিয়ে তার উপর হামলা চালানো হয়।
একাধিক মামলার আসামী স্থানীয় আইয়ুব আলীর নেতৃত্বে মাসুম, আব্দুল্লাহ, মুজাহিদ ও মনিরসহ আরও দুই/তিন জন হামলায় অংশ নেয়। বিষয়টি ইতিমধ্যে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বিলাল হোসেন সুন্দরবন সাংবাদিক ক্লাবের কার্যকরী পরিসদের সদস্য এবং দৈনিক পত্রদূত, দি ইডটরস এর স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
হামলার শিকার বিলাল হোসেন জানায় মুন্সিগঞ্জ বাজারে আগের রাতে ঘটে যাওয়া চুরির সাথে জড়িত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদে কোন তথ্য মিলেছে কিনা নিশ্চিত হতে আইয়ুব আলীকে ফোন দেন। কিন্তু আইয়ুব আলী চোরের স্বীকারোক্তি নিয়ে কোন উত্তর না দিয়ে বিলাল হোসেনের অবস্থান জানতে চান। এক পর্যায়ে কয়েক মিনিটের মধ্যে মটর সাইকেলযোগে সাংবাদিক ক্লাবের সামনে পৌছে বাইরে ডেকে নিয়ে তার উপর চড়াও হয়।
অভিযোগ রয়েছে এলাকার চিহ্নিত ও দুর্ধর্ষ্য অপরাধী আইয়ুব আলীর নেতৃত্বাধীন এ সংঘবদ্ধ গ্রুপটি এলাকার নানা অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে থাকে। সম্প্রতি মুন্সিগঞ্জ বাজারের জনৈক শরিফুল ইসলামের গ্যাসের সিলিন্ডার ও চুলার দোকান থেকে চুরি যাওয়া মালামাল তার বাড়ি থেকে আটকের পর গ্রেফতার হয়ে জেল খাটে সে। এছাড়া এলাকার সংখ্যালঘু পরিবারের মেয়ে রুপালীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামী ছিল আইয়ুব। তার অন্যতম সহযোগী মাসুম মটর সাইকেলে বহনের সময় গাঁজার চালানসহ আটক হয়। মুন্সিগঞ্জের ট্রাষ্ট ব্যাংকের চুরির ঘটনায় ভিডিও ফুটেজের সুত্র ধরে আইয়ুবসহ কয়েক সহযোগী বিশেষ একটি বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়। তার বাহিনী সদস্যদের নানা অপকর্মের কারনে স্থানীয়রা আইয়ুব বাহিনীর বিরুদ্ধে মুখ খোলার পর্যন্ত ধৃষ্ঠতা দেখায় না।
বাহিনী সদস্যদের দুস্কর্ম এবং সন্ত্রাসী অপতৎপরতা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশের ঘটনায় আইয়ুব বাহিনী বিলাল হাসেনের উপর আগে থেকে ক্ষুব্ধ ছিল।
এবিষয়ে মুটোফোনে যোগাযোগ করায় আইয়ুব বলেন, বিলাল ফোন করে চুরির বিষয়ে কৈফিয়ত চাওয়ায় মেজাজ হারিয়ে কয়েকটা চড় থাপ্পড় মেরেছি মাত্র। সে আরও বলে আমাদের দিকে একটু খেয়াল রাখবেন।