গতকাল বৃহস্পতিবার (৯এপ্রিল) সকালে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র শবে বরাত উপলক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপির নিজস্ব অর্থায়নে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯৯ জন কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকার, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহ্বায়ক আলী রেজা পলাশ, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।